বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ, আর কৃষির অন্যতম প্রধান উপাদান হলো গবাদিপশু। গরু, ছাগল, হাঁস-মুরগি ইত্যাদি শুধু পুষ্টির চাহিদা মেটায় না, বরং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এসব প্রাণী যদি রোগে আক্রান্ত হয়, তাহলে কৃষকের ক্ষতির পরিমাণ হয় বিশাল। এখানেই আসে পশুচিকিৎসকের গুরুত্ব।
একজন পশুচিকিৎসক শুধুমাত্র প্রাণীকে চিকিৎসা দেন না, বরং প্রাণীর স্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ, সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও খামার ব্যবস্থাপনায়ও পরামর্শ দিয়ে থাকেন। প্রাণীর রোগ প্রতিরোধের মাধ্যমে যেমন খামারের লাভ বাড়ে, তেমনি নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত হয় মানুষের জন্য।
তাই দেশের প্রতিটি এলাকায় দক্ষ পশুচিকিৎসকের প্রয়োজন রয়েছে। Veterinary education ও গবেষণায় আরও উন্নয়ন ঘটাতে পারলে আমরা একদিকে যেমন প্রাণীর স্বাস্থ্য রক্ষা করতে পারবো, তেমনি জনস্বাস্থ্য এবং অর্থনীতিকেও সমৃদ্ধ করতে পারবো।